ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করলো তিতে।

 প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০১:৫১ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


রিপোর্টার
আউয়াল ফকির


বাছাই পর্বের জন তরুন খেলোয়াড়ের কে নিয়ে দল সাজালো তিতে।
দলে আছেন ব্রুনো গুইমারেস। এছাড়া দলে এসেছেন ইভান, ওয়েভাটরন, এভারন রিভেইরো, ফিলিপ, ব্রুনো হেনরিক ও গ্যাবিগোল।

গোলকিপার: ওয়েভারটন, এডারসন, ইভান।

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, রেনান লোদি, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, এডার মিলিটাও, ফিলিপ।

মিডফিল্ডার: ক্যাসমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গুইমারেস, আর্থার, কৌতিনহো, এভারটন রিভেইরো।

ফরোয়ার্ড: নেইমার, এভারটন, গ্যাবিগোল, ফিরমিনো, ব্রুনো হেনরিক, জেসুস ও রিচার্লিশন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: